বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে ০৮ আগস্ট (রবিবার) বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার আয়োজনে বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
শেখ হারুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন “বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।”
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। তিনি বলেন, “সতত প্রেরণাদায়ী বঙ্গমাতা, বাঙালির স্বাধীনতার স্বপ্ন পুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ পর্যায়ে যে মহীয়সী নারী , প্রেরণাদায়ী হিসেবে সর্বদায় ছায়ার মতো বঙ্গবন্ধুর আজীবনের সহযোগিতায় ছিলেন তিনিই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব”
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোকলেসুর রহমান বাবলু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম,
উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, জেলা সদস্যবৃন্দ জাহাঙ্গীর হোসেন মুকুল, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি মোঃ জামিল খান, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, আওয়ামী লীগ নেতা প্রতাপ কুমার, হোসনে আরা চম্পা, মানিকুজ্জামান অশোক, মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, সরদার জাকির, শেখ মোঃ আবু হানিফ, দেব দুলাল বাড়ই বাপ্পি, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, আলমগীর মল্লিক, জলিল তালুকদার, হাসান রুমি, রাফেল হোসেন বাবু, মাহফুজার রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, শেখ রিজাউল করিম রেজা, তালিউর রহমান সানি, কবির আহম্মেদ মনা, এ্যাড.বদরুল আলম তয়ন, তাপস জোয়ার্দ্দার, রাফেল হোসেন বাবু, আল মোমিন লিটন, জাহাঙ্গীর হোসেন, লিটন কুমার রায়, জাহিদ সজল, রুবেল, সবুজ, আমিরুল মুমেনিন রানা, লিয়ন বিশ্বাস, তানভীর রহমান আকাশ, মৃণাল কান্তি বাছাড়, চিশতি নাজমুল বাশার, দ্বীপ পান্ডে বিশ্ব, রাকিব মাহমুদ, আলমগীর হোসেন রাজু, আবিদ হাসান ফাহিম, মইনুল হাসান মঈন, শেখ রাসেল, বাপ্পি সাহ, রাজা, হান্নান, মাসুদ, পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল খালেক স্বাধীন প্রমূখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম