খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি

বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী ‘এম ভি হাইডং-৯ জাহাজ। রবিবার (৫ মার্চ) দুপুর ১২ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। এই জাহাজে সেতুর ১৫৫৬ মেট্রিকটন স্টীল স্ট্রাকচার (মেশিনারি কাঠামো) আনা হয়েছে। মোংলা কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্টস্টীমশিপের খুলনার ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, গত দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। তাদের কোম্পানির এটি নবম চালান। এখন সেগুলো খালাস চলছে।

দুইদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে নৌ পথে এসব পণ্য সিরাজগঞ্জে নির্মানাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি এই রেলসেতুর তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে মোংলায় আসে পানামা পতাকাবাহী এম ভি জুপিটার জাহাজ।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!