যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়, খুলনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খুলনা জেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা। এতে মেয়েদের গ্রুপে বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ডুমুরিয়া উপজেলা ও ছেলেদের গ্রুপে বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন হয়েছে ফুলতলা উপজেলা।
খুলনা জেলা স্টেডিয়ামে শুক্রবার বিকেলে উভয় গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বেলা আড়াইটায় জেলা স্টেডিয়ামে বঙ্গমাতা গ্রুপের ফাইনালে ডুমুরিয়া উপজেলা দল ৪-০ গোলের বড় ব্যবধানে দিঘলিয়া উপজেলার মেয়েদের পরাজিত করে। বিজয়ী দলের হয়ে মন্দিরা, অপি, মুক্তি ও রিতু।
এদিকে একই মাঠে বিকেলে অনুষ্ঠিত ছেলেদের গ্রুপের ফাইনালে ফুলতলা উপজেলা ৪-২ গোলে দাকোপ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে সুজন দু’টি ও মোহাম্মদ তাসলিম দু’টি গোল করেন। দাকোপ উপজেলার হয়ে একটি গোল পরিশোধ করেন আব্দুল্লাহ ও অলকেশ সরদার।
দিনব্যাপী অনুষ্ঠিত খেলাগুলি পরিচালনা করেন তৌহিদ হোসেন, কামরুল আজম বাবু, নরত্তোম বিশ্বাস, পূজা রায়, কামাল আহমেদ, মোশাররফ হোসেন, নাজমুল ইসলাম, পার্থ প্রতীম। ম্যাচ কমিশনার ছিলেন নৃপেন রায় চৌধুরী। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলীমুজ্জামান। খেলোয়াড় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন বাফুফের খুলনা জেলা কোচ মো: আশরাফ হোসেন, শেখ হেমায়েত উল্লাহ।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা জেলা প্রশাসক মো: হেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা কর্মকর্তা, এ মনসুর আজাদ, হাসান জহির মুকুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলীমুজ্জামান।