খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত
  লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে ১৫৭ ক্রিকেটার : ড্রাফট বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বুধবার রাজধানীর লা মেরিডিয়েনে। বেলা ১২টা থেকে ক্রিকেটার বাছাই শুরু হবে। এর আগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫৭ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় এ, বি, সি এবং ডি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এই প্লেয়ার্স ড্রাফটে খুব অল্প সংখ্যক লোক অংশ নিতে পারবেন।

প্রতি দলের স্কোয়াডে ১৬ জন ক্রিকেটার থাকতে পারবেন। প্রতিটি দল যেকোনো ক্যাটাগরি থেকে খেলোয়াড় বাছাই করতে পারবে। একজন খেলোয়াড় বাছাইয়ের পর কোনোভাবেই সেটা বাতিল করা যাবে না। তবে ইনজুরির ক্ষেত্রে বিসিবির শর্ত মেনে খেলোয়াড় পরিবর্তন করা যাবে।

ড্রাফটে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা। তাদের মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান।

‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ১০ লাখ টাকা করে। এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৬ লাখ টাকা করে। আর ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য রাখা হয়েছে ৪ লাখ টাকা করে।

কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে তাঁর বদলি হিসেবে অবিক্রিত খেলোয়াড়দের বাছাই করা যাবে। তবে ইনজুরিতে পড়া ক্রিকেটারের সমান ক্যাটাগরি বা এর থেকে নিচু ক্যাটাগরির ক্রিকেটার বাছাইয়ের বিধান রেখেছে বিসিবি।

ড্রাফট তালিকাঃ ‘এ’ ক্যাটাগরি: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।

‘বি’ ক্যাটাগরি: লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, আল-আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, ইরফান শুক্কুর মুমিনুল হক, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

‘সি’ ক্যাটাগরি: হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলি, রনি তালুকদার, সুমন খান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, জাকের আলি, মেহেদী হাসান রানা, আরাফাত সানি, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

‘ডি’ ক্যাটাগরি: মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, শামিম পাটোয়ারি, আকবর আলি, তানভিরুল ইসলাম, হাসান মুরাদ, আল আমিন জুনিয়র, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মাহদুল ইসলাম অঙ্কন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান, নোমান চৌধুরী সাগর, রকিবুল হাসান (সিনিয়র), রকিবুল হাসান (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী), মোহাম্মদ শাহীন আলম, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিফুল হক, রুবেল মিয়া, জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী, সালাউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক রিপন, মোহর শেখ অন্তর, শাখাওয়াত হোসেন সাইমুন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নূর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, মোহাম্মদ আবদুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলি, জাকির হাসান, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার খান, মেহেদী মারুফ, রবিউল হক, মিজানুর রহমান, আবদুল হালিম, নাঈম ইসলাম (সিনিয়র), মোহাম্মদ নাঈম ইসলাম (জুনিয়র), সালমান হোসেন, হোসেন আলি, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদৌস জাভেদ, পিনাক ঘোষ, আসিফ হাসান, ফারদিন হোসেন অনি, রবুল ইসলাম রবি, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নিহাদ-উজ-জামান, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লিমন, মোহাম্মদ জসিম উদ্দিন, মরান আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, মাইশুকুর রহমান রিয়াল, রাকিন আহমেদ, ইরফান হোসেন, জয়রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন জশি, আলি আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাহবাজ চৌহান, আজমির আহমেদ, সউজন হাওলাদার, শাহনুর রহমান, আলিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, রুয়েল মিয়া, সৈকত আলি, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম, আহমেদ সাদিকুর রহমান, নুরুজ্জামান, শেঞ্জ আহমেদ, ইমরানুজ্জামান, আরাফাত সানি জুনিয়র, মেহেদীঈ হাসান, রনি চৌধুরী, রবিন দাস, ইয়াসির আরাফাত ও সাদিকুর রহমান।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!