করোনা পরবর্তী সময়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ফের মাঠে গড়িয়েছে দেশের ক্রিকেট। সফলভাবে এই প্রতিযোগিতা শেষ হওয়ার পর এবার টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে যাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার কর্পোরেট টি-টোয়েন্টি লিগ শুরুর দিনক্ষণ জানিয়েছে ক্রিকেট বোর্ড।
সবকিছু ঠিক থাকলে আগামী ২২ অথবা ২৩ নভেম্বর শুরু হবে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ। এর আগে ১২ নভেম্বর ১৬০ জন ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দলগুলো পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকেই বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর গত মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপের মাধ্যমে আবারো খেলতে নামেন তামিম-মুশফিকরা। প্রথমবারের মতো আয়োজিত ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এদিকে নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ এক বছর ক্রিকেটের বাইরে থাকার পর কর্পোরেট টি-টোয়েন্টি লিগ দিয়েই ক্রিকেটে ফিরবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে এই প্রতিযোগিতা নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে আলাদা উত্তেজনা কাজ করছে।
খুলনা গেজেট/এএমআর