খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

বঙ্গবন্ধু কাপে সবচেয়ে দামি দল জেমকন খুলনা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর মতো জমজমাট আসর না হলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে আকর্ষনীয় করতে সব রকম চেষ্টাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষ সপ্তাহে কুড়ি ওভারের এই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা। এরই মধ্যে সবকিছুই গুছিয়ে এনেছে বিসিবি। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। ১৫৭ জন ক্রিকেটারের মধ্য থেকে ৫টি দল ৮০ জন ক্রিকেটারকে নির্বাচন করেছে। যেখানে ৫ দলের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে জেমকন খুলনা।

সবচেয়ে বড় বাজেটের দল গড়তে নেওয়া হয়েছে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, এনামুল হকসহ শফিউল ইসলামদের। সবমিলিয়ে তাদের খরচ করতে হচ্ছে ১ কোটি ১৪ লাখ টাকা। এদের মধ্যে ‘এ’ গ্রেড থেকে সাকিব-মাহমুদউল্লাহকে নিতে ১৫ লাখ করে তাদের খরচ হচ্ছে মোট ৩০ লাখ টাকা।

‘বি’ গ্রেডে থাকা আল আমিন, ইমরুল, শফিউলকে কিনতে খরচ হচ্ছে ১০ লাখ টাকা করে। অন্যদিকে ‘সি’ গ্রেড থেকে খুলনার কিনে নেওয়া ক্রিকেটাররা হলেন-হাসান মাহমুদ, এনামুল হক, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন ও জহুরুল ইসলাম। এই ৫ ক্রিকেটারকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা দিতে হবে।

শামীম হোসেন, আরিফুল হক, নাজমুল ইসলাম, জাকির হাসান, শুভাগত হোম ও সালমান হোসেনকে সর্বশেষ ‘ডি’ গ্রেড থেকে কিনে নিয়েছে খুলনা। ৪ লাখ টাকা করে এই ৬ ক্রিকেটারের জন্য পারিশ্রমিক দিতে হবে ২৪ লাখ টাকা। সবমিলিয়ে খুলনার পারিশ্রমিক বাবদই ব্যয় হবে ১ কোটি ১৪ লাখ টাকা।

অপর দিকে চট্টগ্রাম ও বরিশালের দল গঠনে খরচ করতে হচ্ছে ১ কোটি ১৩ লাখ টাকার মতো। এছাড়া মুশফিককে নেওয়া ঢাকার খরচ হচ্ছে ১ কোটি ৩ লাখ টাকা। অন্য দিকে সবচেয়ে কম খরচ করছে রাজশাহী। তাদের খরচ ১ কোটি ২ লাখ টাকা।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!