খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধু অত্যাচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন : মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শনিবার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে নগর ভবনে পবিত্র কোরআনখানি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে সকল প্রকার অত্যাচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না এবং আমরা স্বাধীন দেশ, মানচিত্র ও লাল-সবুজের পতাকা পেতাম না। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষঢ়যন্ত্রের মাধ্যমে এ মহান নেতাকে একটি কুচক্রিমহল হত্যা করে যার মূলে ছিল খন্দকার মোশতাক আহমেদ ও মেজর জিয়া। জাতি তাদেরকে কখনো ক্ষমা করবে না।

সিটি মেয়র আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধী চক্র ইনডেমনিটি বিল পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচার রহিত করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হয়। ফলে বঙ্গবন্ধুর খুনীদের বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হয়।

কেসিসি’র ক্রীড়া ও সংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠানে কেসিসি’র প্যালেন মেয়র মো: আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, শেখ শামছুদ্দিন আহমেদ প্রিন্স, মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মো: মনিরুজ্জামান, শেখ মোশারাফ হোসেন, মোঃ আনিছুর রহমান বিশ্বাষ, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: হাফিজুর রহমান মনি, শেখ মো: গাউসুল আযম, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, মো: গোলাম মাওলা শানু, জেড এ মাহমুদ ডন, ফকির মো: সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, লুৎফুন্নেছা লুৎফা, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালাসহ কর্মকর্তা-কর্মচারী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে জাতির জনকসহ ১৫ আগস্টে নিহত সকলের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাও: নাসির উদ্দিন কাশেমী। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!