খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ
স্বাস্থ্যবিধি মেনে খুলনায় নানা কর্মসূচি

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। দিবসটিতে শ্রদ্ধা আর ভালবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান ও তাঁর সাথে ১৫ আগস্টে শহীদ সকলকে স্মরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা দুরত্ব বজায় রেখে দিবসটি পালনে খুলনায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে সীমিত পরিসরে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদ সকলের প্রতি ্র শ্রদ্ধা জানিয়েছেন।

জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রতি দপ্তর হতে সর্বোচ্চ তিনজন সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পমাল্য অর্পণে অংশ নিতে পারবেন বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবকালীন স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এবছর জাতীয় শোক দিবসের র‌্যালি হবে না।

পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুম এ্যাপের মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে একই স্থানে শিশু একাডেমির চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ বিতরণ করা হবে। এছাড়া ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সকল সরকারি, বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের সাথে সংগতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ ও নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে।

সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদসমূহে বাদ যোহর বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাদ যোহর কালেক্টরেট জামে মসজিদ, পুলিশ লাইন মসজিদ ও টাউন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান, গ্রোথসেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোক দিবসের পোস্টার স্থাপন এবং এলইডি বোর্ডের মাধ্যমে জাতীয় শোক বিষয়ক প্রচার করা হচ্ছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করেছে। নগরীর গুরুত্বপুর্ণ জনবহুল স্থানে জাতীয় শোক দিবসের বড় বড় প্যানা টানিয়েছে দপ্তরটি।

ইসলামিক ফাউন্ডেশন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করছে। দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তর তাদের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, দামদ-নাত ও দোয়া মাহফিলের আয়োজন করছে।

জাতীয় শোক দিবসে স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ বা ক্রোড়পত্র প্রকাশ এবং বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

কেসিসি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে কেসিসি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে- আজ সকাল ৯টায় নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগণ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান। এরআগে সকাল সাড়ে ৮টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন।

আ’লীগ : শোকাবহ আগস্ট জুড়ে নানান কর্মসূচি পালন করছে খুলনা মহানগর ও জেলা আ’লীগ। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য সুরক্ষা দুরত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের কর্মসুচিতে আনা হয়েছে পরিবর্তন। ব্যাপক জনাকীর্ণ কোন কর্মসুচিই রাখেনি দলটি। কর্মসুচির মধ্যে রয়েছে- শোক দিবসের সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিতকরণ, কালোপতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। সকল উপজেলা ও ইউনিট অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করছে। একই সাথে প্রত্যেক উপজেলায় ও ওয়ার্ডের মসজিদে মসজিদে কোরান খতম, দোয়া মাহফিল এবং বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

খুবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা বিশ্ববিদ্যালয়ে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টা ২০ মিনিটে মুজিববর্ষ উপলক্ষে স্থাপিত কালজয়ী মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে (৪র্থ তলা) ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু: বাঙালির কান্ডারি’ বিষয় শীর্ষক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. এ. কে. আজাদ চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মান্নান। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অলোচনা অনুষ্ঠানটি ফেজবুক পেজে সরাসরি দেখা যাবে (https://www.facebook.com/ku.ac.bd.official)। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা।

কুয়েটেও অনুরুপ কর্মসুচি হাতে দেয়া হয়েছে।

অন্যদিকে, অনুরূপ কর্মসুচি পালিত হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, কমার্স কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজসহ খুলনার সকল স্কুল-কলেজ ও মহাবিদ্যালয়ে। এছাড়াও খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), স্বাধীনতা চিকিৎসক ফোরাম (স্বাচিপ)সহ খুলনার স্কুল-কলেজগুলোতে এবং সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস যথাযথ ভাবগার্ম্ভিয্যের সাথে পালিত হচ্ছে।

 

খুলনা গেজেট/এআইএন / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!