“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখি-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তিনি দেশকে এগিয়ে নিতে কাজ শুরু করেছিলেন। কিন্তু ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণ করতে দেয়নি। তবে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেদিকেই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সকল বাধাবিপত্তি ও দেশী-বিদেশী ষড়যন্ত্রের মোকাবেলা করে তিনি দেশকে সমৃদ্ধির দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে।”
সোমবার সন্ধ্যায় নগরীর সদর ও সোনাডাঙ্গা থানার ২১, ২৩, ২৪ ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং রেলওয়ে শ্রমিক লীগ ও খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক, সাংবাদিক মনিরুল হুদা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর মিন্টু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. শাহজাদা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মো. জাহাঙ্গার হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, মো. সিদ্দিকুর রহমান, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মুন্সি আইয়ুব আলী, মইনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, জামিরুল হুদা জহর, আতাউর রহমান শিকদার রাজু, সরদার আব্দুল হালিম, ফয়োজুল ইসলাম টিটো, মো. সেলিম মুন্সি, মো. লোকমান হোসেন, মো. শহীদুল হাসান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।