খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোপালগঞ্জে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারী ফোরাম এ সভার আয়োজন করে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহস্রাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারীরাদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মহববত আলী , সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহম্মদ, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায়, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী দিপক চন্দ্র তালুকদার, জেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি মাহে আলম, পুলিশ সুপার সাইদুর রহমান খানসহ সরকারী উর্দ্ধতন কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন।

এদিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে একই ধরনের সভা অনুষ্ঠিত হয়। সভায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এর আগে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া জেলার অন্যান্য উপজেলা গুলোতেও একই ধরনের কর্মসূচী পালিত হয়।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!