খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হরিণাকুন্ডুতে শিক্ষকদের মানববন্ধন

হরিণাকুন্ডু প্রতিনিধি

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মানবন্ধন করেছে শিক্ষক সমাজ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা দোয়েল চত্তর মোড়ে এ মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। এতে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষকরা অংশ নেন।

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান“ শ্লোগানে অনুষ্ঠিত এ মানবন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দার ও হরিণাকু-ু থানার ওসি আব্দুর রহিম মোল্লা। এসময় বক্তব্য দেন স্বাশিপ সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাদরাসা সুপার জামিরুল ইসলাম প্রমূখ।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!