খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  ছাত্র-জনতার ওপর গুলি চালানো কনস্টেবল সুজনকে ট্রাইবুনালে নেয়া হয়েছে

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খুলনায় আ’লীগের মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিশ্বের সকল ইসলামী দেশে তাদের বাদশা বা অন্য কোন নান্দনিক ভাস্কর্য রয়েছে। ৭১-এর পরাজিত শত্রু পাকিদের দোসর ও ৭৫-এর খুনীরা বাংলাদেশকে পিছিয়ে দিতে এই ধরনের পৈশাচিক ধ্বংসাত্মক অপকর্মে লিপ্ত হয়েছে। এদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, জামায়াত বিএনপি সরকারের বিরুদ্ধে কোন ইস্যু না পেয়ে নিজেরাই আগুন লাগিয়ে এবং ভাংচুর করে দেশকে অশান্ত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তারা পশ্চাৎপদ এবং উগ্রজঙ্গী মৌলবাদী রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষকে পুঁজি করছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে সাধারণ মানুষের কাছে কুলষিত করার অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয় চত্বরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং ভাংচুরকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মহানগর যুবলীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মো. শহিদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, মোজাম্মেল হক হাওলাদার, মো. সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, শেখ মো. আবু হানিফ, বাবুল সরদার বাদল, এ্যাড. শেখ ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, অহিদুল ইসলাম পলাশ, আজম খান, শেখ আব্দুল কাদের, আউয়াল হোসেন ছোটন, নুরজাহান রুমি, নূরীনা রহমান বিউটি, মো. কামরুল ইসলাম, কাজী কামাল হোসেন, মো. শওকাত হোসেন, তাজুল ইসলাম, রোজী ইসলাম নদী, আব্দুল মালেক, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আলী হোসেন, সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জাহির আব্বাস, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, ওমর কামাল, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

অনুরুপ কর্মসূচি করেছে খালিশপুর থানা আওয়ামী লীগ। বাদ মাগরিব খালিশপুর পিপলস মোড় হতে মিছিল শুরু করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার।

এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সরদার মোতাহার উদ্দিন, কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মো. জাকির হোসেন, আব্দুস সাত্তার লিটন, জিয়াউল আলম খান খোকন, ইমরুল হাসান, শেখ সেলিম আহমেদ, স. ম মঞ্জুরুল আলম মঞ্জু, মুজিবুর রহমান মুজিব, ওবায়েদুর রহমান ডাবলু, আব্দুল মজিদ বকুল, তরিকুল ইসলাম, মুরাদ হোসেন, মাসুদ শেখ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!