খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নগর ছাত্রলীগের শোভাযাত্রা 

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারত সরকার কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ আনন্দ র‌্যালীর উদ্বোধন করা হয়। এরপর দলীয় কার্যালয় থেকে র‌্যালীটি আরম্ভ হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বর্ণাঢ্য আনন্দ র‌্যালীতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা শেখ মোঃ ফারুখ হাসান হিটলু, এসএম আকিল উদ্দীন, মহানগর যুবলীগ আহবায়ক সফিকুর রহমান পলাশ।

খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক ভিপি তরিকুল ইসলাম সুমন, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, হিরক কুমার গাইন, এখতিয়ার মোল্লা, জব্বার আলী হীরা, মিনহাজ সুজন, জহির আব্বাস, জুবী ওয়ালিয়া টুই, ইয়াসিন আলী, রুবায়েত ইসলাম জুয়েল, মেহেদী হাসান মান্না, পাপ্পু সরকার, বোরহান উদ্দীন সজিব, দিদারুল আলম, মোঃ সুমন শেখ, সোহেল শেখ, মোঃ সাব্বির হোসেন, প্রনব চক্রবর্তী, লাবিব হোসেন মিথুন, মেহেদী হাসান সুজন, মাহামুদুল ইসলাম সুজন, কামাল হোসেন, খান মোসাদ্দেক হোসেন ইমন, শেখ শান্ত ইসলাম, শিকদার রাসেল, শেখ সাবিক, কাররুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া প্রমুখ।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!