জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয় আলোকসজ্জা করণ, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় খুলনা বেতারে বঙ্গবন্ধু’র ভাস্কর্য্যে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকীতে ১০১ পাউন্ডের কেককাটা। কেককাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে দলের সকর স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
কবিতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সদর থানা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্যের উপরে চিত্রাঙ্গণ ও কবিতা আবৃতি প্রতিযোগিতা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ক-গ্রুপ প্লে থেকে তৃতীয় শ্রেনি এবং খ-গ্রুপে চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। যে সকল প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ১৪ মার্চের মধ্যে শামীম স্কয়ার মার্কেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহবান জানানো যাচ্ছে।
১৬ মার্চ দুপুর আড়াইটায় আওয়ামী লীগ কার্যালয়ে এ চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে কেককাটা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের আওয়ামী লীগ কার্যালয়ে এসে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।
খুলনা গেজেট/এএ