খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে
২৯নং ওয়ার্ডের আলোচনা সভায় বাবুল রানা

বঙ্গবন্ধুকে হত্যা করে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তিকে বাধাগ্রস্থ করা হয়েছিলো

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তিকে বাধাগ্রস্থ করা হয়েছিলো। পরাজিত শত্রুরা বুঝেছিলো বঙ্গবন্ধু বেঁচে থাকলে অল্প সময়েই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হয়ে যাবে। সে কারনেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পরে তাঁর সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্র ফিরিয়ে এনে অর্থনৈতিক মুক্তির জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সাথে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার এই প্রচেষ্টাকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোকাবহ আগস্টের আলোচনা সভা ও ওয়ার্ডের ১০ পয়েন্টে প্যানা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সভাপতি আব্দুল হাই পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এ্যাড. সাজ্জাদ আলী, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম মোস্তারি বকুল।

সভা পরিচালনা করেন, ওয়ার্ড সাধারণ সম্পাদক এ্যাড. শামীম মোশাররফ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ রাজা, কাজী নজরুল ইসলাম, আব্দুল জলিল হাওলাদার, হাফেজ আবু দাউদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, মোস্তাইন বিন চঞ্চল, ইলিয়াছ হোসেন লাবু, আশরাফুল আলম পাপ্পু, শেখ হারুন মানু, আল আমীন কবির, রাজু, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মল্লিক আলমগীর, মনিরুল ইসলাম মনি, মো. সিদ্দিকুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!