খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্য কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে : কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক 

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডে যারা সরাসরি অংশগ্রহণ করেছে সেই ঘাতকদের বিচার হয়েছে। কিন্তু যারা ষড়যন্ত্রে যুক্ত ছিল, সমর্থন ও সহযোগিতা করেছে সেইসব কুশীলবদের বিচার হয়নি। এদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, এই কুশীলবরা পরবর্তীতে বিএনপি নামক দল গঠন করেছে, জামায়াতে ইসলামীর রাজনীতি উন্মুক্ত করেছে। সেই অপশক্তি নিঃশেষ হয়ে যায়নি। তারা এখনো বেঁচে আছে। তারা এখনো বারবার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা চাই সেই অপশক্তির মূলোৎপাটন করতে, তাদেরকে পরাজিত করতে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। জাতির পিতার আদর্শে নীতিবান হয়ে নৈতিক শক্তিতে বলিয়ান হতে হবে। জাতির পিতার অসম্পন্ন কাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের নিজেদের উৎসর্গ করতে হবে।

রবিবার বিকেলে নগরীর ২৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শাহজাদা, দপ্তর সম্পাদক মো. মুুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সম্পাদক এস এম আকিল উদ্দিন, সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মাহমুদা বেগম।

২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিমের সঞ্চালনায় এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আমির হোসেন, আব্দুল কাইয়ুব গোরা, এস এম হাফিজুর রহমান হাফিজ, কোহিনুর রাজ্জাক, সাবিহা ইসলাম আঙ্গুরা, জাহানারা বেগম, জাকারিয়া রিপন, শেখ আব্দুর রহিম, মাহবুবুল আলম মাহবুব, গাজী রকিব উদ্দিন সোহাগ, কবির হোসেন পলাশ, রেজাউল করিম, মো. শফিকুল ইসলাম, এজাজুর রহমান সুমন, ইমতিয়াজ উদ্দিন চঞ্চল, যুব নেতা সিপার হায়দার, ফজলে রাব্বি, আকরুজ্জামান ইলিয়াছ, শেখ জামাল, শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর খান, বিপ্লব, সরদার আইনুল ইসলাম, আরিফুজ্জামান বিপ্লবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!