খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  টেকনাফ থেকে অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ, আটক ২
  বাংলাদেশের পট পরিবর্তন অন্যদের জন্য শিক্ষণীয় : প্রধান উপদেষ্টা
  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী

বগুড়ায় সেই প্রাসাদসম বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা

গেজেট ডেস্ক

বগুড়ায় কথিত ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রাসাদসম বাড়ির মালিক সাখওয়াত হোসেন টুটুলের (৬৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করায় তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।

রোববার দুর্নীতি দমন কমিশন বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। দুদক বলছে, সাখওয়াত হোসেনকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। তিনি ২০১৮ সালের ৬ ফেব্রয়ারি তাঁর সম্পদ বিবরণী দাখিল করেন।

সাখওয়াত হোসেন এএইচজেডি এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বগুড়ার শিবগঞ্জের দেউলি গ্রামের মৃত আব্দুল হাই সরকারের ছেলে। ওই গ্রামেই কথিত ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শ্বেতপাথরে তৈরি দৃষ্টিনন্দন একটি বাড়ির মালিক তিনি। বর্তমানে কেউ বসবাস করে না ওই বাড়িতে। দেখভালের জন্য একজন কেয়ারটেকার রয়েছেন।

সাখওয়াত হোসেন ২০১৮ সালেও দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। এ ছাড়া ওই বছর ঢাকার মতিঝিল থানায় একটি ব্যাংকের ঋণখেলাপির মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

সাখওয়াতের দেওয়া সম্পদ বিবরণীতে দেখা যায়, তাঁর স্থাবর-অস্থাবর মিলে সম্পদের পরিমাণ ১৮ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৮৩৭ টাকা। কিন্তু যাচাইকালে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ মিলে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৯ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৬৭ টাকার। এই হিসাবে সাখওয়াতের জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন।

মামলার বাদী মো. কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ ভোগদখলের হিসাব পাওয়া গেছে। তদন্তে টাকার অঙ্ক আরও বাড়তে পারে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!