খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৬ দফা নিয়ে আলোচনা করতে সচিবালয়ে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

বক্স পদ্ধতির মধু চাষে চিনি ব্যবহারের অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধভাবে চিনি ব্যবহারের অভিযোগে এক মৌচাষীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ সরদার বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনা করে মৌচাষী গোলাম মোস্তফা সরদার (৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধভাবে চিনি ব্যবহার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদার বাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধ উপায়ে চিনি ব্যবহারের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী মৌচাষী গোলাম মোস্তফা সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এসময় বন বিভাগের প্রতিনিধি ও শ্যামনগর থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্টকে সহায়তা করেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধভাবে চিনি ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিলেন ওই মৌচাষী। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!