খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব
  মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছেন, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ

বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আ’লীগ নের্তৃবৃন্দের সভা  

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নের্তৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) সকাল ১০টায় হাসপাতালের অডিটোরিয়ামে হাসপাতালের অভ্যন্তরে বখাটেদের উৎপাত, জরাজীর্ণ হাসপাতালটির সংস্কার, লোকবল বৃদ্ধিসহ নানা বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ইউনুস আলী। সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণকৃষ্ণ সাধু খা এর পরিচালনায় বক্তৃতা করেন ওয়ার্ড আ’ লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, হাসপাতালের প্রধান সহকারী মোঃ জসিম উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা জিএম তরিকুল ইসলাম, হাসমত আলী, আশরাফুজ্জামান স্বপন, মাসুদ পারভেজ সোহেল, মোঃ শাহজাহান হাওলাদার, সৈয়দ আলী রেজা নান্নু, মোস্তাফিজুর রহমান মানিক, তারেক মাহমুদ কচি, আওয়াল আজাদ, মেহেদী হাসান মিলন, সুমন মুন্সি, রানা হাওলাদার প্রমুখ।

সভায় হাসপাতালের সীমানা প্রাচীর আবাসিক এলাকার নার্স এবং কর্মচারীদের কোয়ার্টার পরিদর্শনসহ হাসপাতালের সকল বিষয়গুলি প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জানান।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!