খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

বই উৎসব : ছাপা হচ্ছে ৭ কোটি ২০ লাখ পাঠ্যপুস্তক

গেজেট ডেস্ক

২০২১ সালের পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেবে সরকার। এ পরিকল্পনা নিয়েই ছাপা হবে সাত কোটি ২০ লাখ নয় হাজার ৩৭৩টি বই। এসব বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা ব্যয়ে এসব বই সরবরাহের কাজ পেয়েছে দেশের ৯৮টি মুদ্রণ ও প্রকাশনা প্রতিষ্ঠান। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ভার্চুয়াল অনলাইনে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতি বছর আমরা একটা উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করি। করোনার প্রকোপ কমে যাবে ইনশা আল্লাহ। এবারও আমরা নতুন বই বিতরণের উৎসব করব। এ জন্য সাত কোটি ২০ লাখ নয় হাজার ৩৭৩টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা।’

মন্ত্রী আরো বলেন, ‘মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হলে এক হাজার ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে যাচাই-বাছাই করে ৯৮ জনকে কাজ দেয়া হয়েছে।‘

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!