অমর একুশে বইমেলায় মডেল-অভিনেত্রী নাজিফা তুষিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বিটিআরসিকে এ নির্দেশ দেন।
আদেশে বলা হয়েছে, যদি ওই নারী মনে করেন সাজা দেওয়ার প্রক্রিয়া সঠিক হয়নি, তাহলে তিনি আইনি প্রতিকার চাইতে উপযুক্ত আদালতে যেতে পারবেন।
ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ার সঠিক প্রক্রিয়া অনুসরণ করেননি বলেও মত দেন হাইকোর্ট।
এর আগে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জরিমানা করার ঘটনা চ্যালেঞ্জ করে রিট করেন নাজিফা তুষি। তার পক্ষে অ্যাডভোকেট বদরুদ্দোজা বাবু রিটটি দাখিল করেন।
গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে করোনা বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি কার্যকরবিষয়ক অভিযান পরিচালনা করছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় দর্শনার্থী ও প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিদের অপরাধের মাত্রা বুঝে অর্থদণ্ড দেওয়া হয়।
ওইদিন একটি বইয়ের মোড়ক উন্মোচনে অতিথি হিসেবে অংশ নিতে মেলায় গিয়েছিলেন নাজিফা তুষি। মাস্ক ব্যাগে রেখে ঘোরাঘুরির এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০০ টাকা অর্থদণ্ড দেন।
খুলনা গেজেট/এএ