খুলনা, বাংলাদেশ | ১২ আষাঢ়, ১৪৩১ | ২৬ জুন, ২০২৪

Breaking News

  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
  লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে গণবিক্ষোভ, গুলিতে নিহত ১০

ফ্রিজে মাংস রাখবেন যেভাবে

লাইফ স্টাইল ডেস্ক

ফ্রিজে মাংস সংরক্ষণ করারও আছে কিছু নিয়ম। সঠিকভাবে সংরক্ষণ করলে ফ্রিজে মাংস চার-ছয় মাস পর্যন্ত ভালো থাকে। তবে এরপর ফ্রিজে রাখা মাংসের পুষ্টিগুণ কমতে থাকে। অনেকে ফ্রিজে কলিজাও সংরক্ষণ করেন। এটি বেশিদিন ফ্রিজে না রাখাই উত্তম। কোরবানির ঈদের কিছু মাংস ফ্রিজে রেখে থাকেন অনেকে। পরবর্তীতে খাওয়ার জন্য কিংবা অতিথি আপ্যায়নের জন্য যে মাংস রাখছেন তা রাখতে হবে সঠিক নিয়মে। নয়তো মাংসের স্বাদ নষ্ট হতে পারে। চলুন জেনে নেওয়া যাক ফ্রিজে মাংস সংরক্ষণের সঠিক নিয়ম-

মাংস এনেই তা ফ্রিজে রাখবেন না। বরং ভালো করে ধুয়ে রক্ত ও ময়লা পরিষ্কার করে নিতে হবে। এরপর যতটুকু প্রয়োজন সেই অনুসারে ভাগ ভাগ করে মাংস রাখতে হবে। এতে করে আপনার পরবর্তী কাজ সহজ হয়ে যাবে। মাংসের পাশে অন্য কোনো সবজি বা খাবার রাখবেন না। ফ্রিজে রাখার আগে খেয়াল করুন মাংসের গায়ে রক্ত লেগে আছে কি না। কারণ এভাবে রাখলে মাংসে গন্ধ সৃষ্টি হতে পারে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াও জন্মাতে পারে।

মাংস বাসায় এনে ভালো করে ধুয়ে রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করে নিতে হবে। যে স্থানে এবং যে পাত্রে মাংস বণ্টন ও পরিষ্কার করা হবে সে স্থানে অন্য কোনো খাবার, সবজি রাখা যাবেনা। নয়তো ক্রস কনটামিনেশন হতে পারে। মাংসের রক্ত লেগে থাকলে তা থেকে বাজে গন্ধ হতে পারে এবং মাংসে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।

রান্না কিংবা কাঁচা মাংস দুটোই ফ্রিজে রাখার ক্ষেত্রে একই রকম নিয়ম। অর্থাৎ ডিপ ফ্রিজে রাখলে ছয় মাস পর্যন্ত রাখা যাবে। এরপর স্বাদ ও পুষ্টি কমতে থাকবে। ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে বড় বড় টুকরা করে রাখতে হবে। এতে মাংস বেশিদিন ভালো থাকে।

মাংস রাখার সময় এর প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখুন। এতে করে পরবর্তীতে মনে করা সহজ হবে যে মাংস কখন সংরক্ষণ করা হয়েছে। তাতে সময়মতো খাওয়ার একটা তাড়া থাকবে। সঠিক পুষ্টি ও স্বাদের জন্য মাংস দীর্ঘদিন সংরক্ষণ না করাই ভালো।

ফ্রিজে মাংস সংরক্ষণের আগে দেখে নিন তার তাপমাত্রা ঠিক আছে কিনা। কারণ ফ্রিজে কোনো সমস্যা থাকলে কিন্তু মাংস নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া বিদ্যুৎ চলে গেলে অকারণে ফ্রিজ খুলবেন না যতক্ষণ না বিদ্যুৎ আসে। নয়তো বিদ্যুৎ আসতে দেরি হলে এবং বারবার ফ্রিজ খুললে দ্রুত বরফ গলে মাংস নষ্ট হয়ে যেতে পারে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!