যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন। সোমবার (২৫ এপ্রিল) ভোরে ২ ঘণ্টার ব্যবধানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন আব্দুল করিম (৩০) ও তার স্ত্রী খাদিজা আক্তার (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।
তিনি বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ নারী ও শিশুসহ তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে আজ ভোর ৪টায় ফাতেমা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং আব্দুল করিম হাই ডিপেন্ডেন্সি ইউনিটে( এইচডিইউ) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, স্ত্রী খাদিজা আক্তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরও জানান, তাদের মেয়ে ফাতেমার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ। সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।