খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপ‌দেষ্টা

ফ্রান্সে ফ্ল্যাট থেকে ৪ সন্তানসহ নারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের একটি আবাসিক ভবন থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার মোয়ে শহরের ওই ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর বিবিসি ও এএফপির।

সংবাদমাধ্যম এসিটিইউ১৭-এর বরাত দিয়ে এএফপি বলেছে, একজন নারী ও তাঁর চার সন্তানের লাশ ওই ভবন থেকে উদ্ধার করা হয়। বিবিসির খবরেও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে একই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মোয়ে শহরটি প্যারিস থেকে ৪১ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর স্বামীকে খুঁজছেন তারা। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে ধরতে পারলেই হয়তো এই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!