ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে যশোরের মণিরামপুরে হাজার-হাজার ধর্মপ্রাণ মুসলমানরা বুকফাঁটা কান্নাজড়িত কন্ঠে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যারা মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছে তারা নাস্তিক ছাড়া আর কিছুই না। আল্লাহর এই পৃথিবীতে যারা এমন ঘটনার জন্ম দিবে তারা ধ্বংস হয়ে যাবে। ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে বর্জনের জন্য সরকারের নীতি-নির্ধারকসহ মুসলমানদের প্রতি আহ্বান জানান বক্তারা। বিশ্ব নবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশকারীরা তওবা করে ক্ষমা না চাওয়া পর্যন্ত আগামীতে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।
শুক্রবার ৩০ অক্টোবর বাদ জুমআ মণিরামপুর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু তৈয়ব।
সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, পৌর শহরের গরুহাট জামে মসজিদের খতিব মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, থানা মসজিদের ইমাম মুফতি মফিজুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি নিজাম উদ্দীন, মুরগিহাটা জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম হোসেন, মাওলানা কামরুজ্জামান, মাওলানা রশীদ আহম্মেদ, মুফতি ইসমাইল হোসেন, ইবাদুল ইসলাম মনু, মাওলানা মফিজুর রহমান, মওলানা রেজাউল করিম, মুফতি আব্দুর রহমান, মাওলানা আসাদুজ্জামান, মুফতি হোসাইন আহম্মেদ প্রমুখ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারী হাজার-হাজার মুসলমানরা প্রতিবাদ কন্ঠে নানা শ্লোগানে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের যশোর-সাতক্ষীরা মহা-সড়ক প্রদক্ষিণ করে।
খুলনা গেজেট/এনএম