প্রায় ৫ মাস হয়ে গেলো কাতার বিশ্বকাপের ফাইনালের পর্দা নেমেছে। তবে এত দিনেও সেই মহারণে নাচের কারণ জানাননি আজেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অবশেষে ফ্রান্সের বিপক্ষে ওই রহস্য ফাঁস করলেন তিনি।
মার্টিনেজ বলছেন, সেসময় মাঠে শিশুর মতো হয়ে গিয়েছিলেন তিনি। ফলে স্বতন্ত্র এক নাচের অবতারণা ঘটে। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, গত বছর মার্টিনেজের মাইন্ড গেমে দীর্ঘ ৩৬ বছর পর সোনালি ট্রফি জিতেছে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে দ্বিতীয় পেনাল্টি মিস করে ফ্রান্স। এরপর গোললাইনের কাছে নাচেন তিনি।
এবার সেই কারণ ব্যাখ্যা করলেন আলবিসেলেস্তে হিরো। মার্টিনেজ জানান, প্রাকৃতিকভাবে এ নাচ তার আসেনি। ওই দিনের প্রেক্ষাপটে শিশুর মতো আচরণ করেন তিনি।
বিবিসিকে অ্যাস্টন ভিলা গোলকিপার বলেন, লোকজন আমাকে জিজ্ঞেস করেন, আগেই কী ওই নাচের অনুশীলন করেছিলাম আমি। এখন বলছি না।
৩০ বছর বয়সী গোলকিপার বলেন, ফ্রান্স দ্বিতীয় পেনাল্টি মিস করার পর আমি যেভাবে নেচেছিলাম, সেভাবে আগে কখনও নাচিনি। এমনকি জীবনে একবারও নয়। আমি জানতাম না, এরপর কী হবে?
ওই আসরের কোয়ার্টার ফাইনালে মার্টিনেজ বীরত্বে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে ফাইনালে তার অবিস্মরণীয় পারফরম্যান্সে শিরোপা জয় করে লিওনেল স্কালোনির দল।
খুলনা গেজেট/ এসজেড