খুলনা, বাংলাদেশ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারতে বাংলাদেশের ৪টি বেসরকারি টেলিভিশনের ইউটিউব বন্ধ করা হয়েছে

‘ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আ.লীগকে পুনর্বাসন করছে সরকার’

গেজেট ডেস্ক 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যমূলকভাবে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে। একইসঙ্গে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার (৯ মে) খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি সদ্য নির্বাচিত পোপকে আন্তরিকভাবে স্বাগত জানান।

তারেক রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন সময় সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে অতীতে সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বিএনপি শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে এসেছে। কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে কিনা- তা নিয়ে জনমনে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে।

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে এই সরকার স্বৈরাচারদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে। তিনি এই কৌশলের সঙ্গে শেখ হাসিনার অতীত দেশত্যাগের ঘটনাকেও তুলনা করেন।

তারেক রহমান আরও বলেন, দেশের প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। দেশ কোনো ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয়, এটি জনগণের।

স্বৈরাচার বিদায়ের পর একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে যেন কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!