খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

ফেসবুক ব্যবহারের সময় শেষ হলেই বাজবে অ্যালার্ম

গে‌জেট ডেস্ক

প্রচলিত সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। সম্প্রতি ফেসবুক অ্যাকটিভিটি ড্যাশবোর্ড টুলস নামের একটি ফিচার নিয়ে এসেছে। ফলে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসবুক ব্যবহারের সীমা নির্ধারিত করতে পারবেন।

এই ফিচারের মাধ্যমে ফেসবুকে আপনি দিনে কত সময় ব্যয় করবেন তাও নির্ধারণ করতে পারবেন। সেই সময় শেষ হলেই বেজে উঠবে অ্যালার্ম।

এই ফিচার মূলত একটি মনিটরিং টুল হিসেবে কাজ করবে। অনেকটা অ্যালার্ম ঘড়ির মতো। অর্থাৎ ফেসবুক নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করলেই এই অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্যবহারকারীকে নোটিফিকেশন দিতে থাকবে।

তাহলে চলুন জেনে নেই কীভাবে ফেসবুকে টাইম রিমাইন্ডার সেট করা যাবে-

১. অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে, আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন।

২. উপরের ডানদিকে কোণায় থ্রিডট লাইনের মেনু আইকনে ক্লিক করুন।

৩. নীচে স্ক্রোল করে Settings and Privacy অপশনটি সিলেক্ট করে নিন।

৪. এবার প্রদর্শিত তালিকা থেকে Settings অপশনটি বেছে নিন।

৫. পরবর্তী ধাপে Preference এর অধীনে ‘Your Time on Facebook’ বলে একটি অপশন থাকবে।

৬. সেটি বেছে একদম শেষে ‘Set Daily Time Reminder’ অপশনটি পাবেন।

৭. এবার নির্দিষ্ট টাইম লিমিট সেট করে দিন যা অতিক্রম হলেই নোটিফাই করা হবে আপনাকে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!