খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

ফেসবুক কুরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঢাকার ডাঃ রুনা

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক কুরআন প্রতিযোগিতার ৬ষ্ঠ পর্বের তৃতীয় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার ডাঃ কামরুন নাহার রুনা। তিনি ঢাকার তেজগাঁ’র বাসিন্দা আব্দুস সাত্তার পাটোয়ারীর কণ্যা। রানার আপ নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের প্রতিযোগী আব্দুল্লাহ খাঁন। তিনি লক্ষ্মিপুরের রামগঞ্জের মাওলানা মাসুদুর রহমানের ছেলে। বুধবার (৫ আগস্ট) বিকেলে সরাসরি ফেসবুক লাইভে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর বিজয়ীদের নাম ঘোষণা করেন।
খুলনা মহানগরীর শান্তিধাম মোড়ে ৩২, শামসুর রহমান রোডস্থ সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনটি ২০১৭ সাল থেকে ভার্স্যুয়াল জগতে কুরআন শিক্ষায় ব্যাপক আলোড়ন তুলেছে।

অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন প্রতিষ্ঠানের মহাসচিব ক্বারী মাওলানা মোঃ মাহদি হাসান কাওসারী। উপস্থিত ছিলেন বিচারক মন্ডলী মাওলানা মোঃ কুদরাতুল্লাহ, ভাইস-চেয়ারম্যান ইউসুফ আজম ও ইঞ্জিনিয়ার মামুন প্লাবন। এছাড়া কেন্দ্রীয় অভিভাবক বিষয়ক সম্পাদিকা (অর্থ) ডাঃ কামরুন নাহার রুনা, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন নাহার জেবু, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা খাতুন, সহ-প্রচার সম্পাদক মুনতাজার আহমেদ, বরিশাল বিভাগের পরিচালক মোঃ এনামুল হক, চট্রগ্রাম বিভাগের পরিচালক মোঃ শিরাজুল ইসলাম ও খুলনা বিভাগের পরিচালক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ অনলাইনে সংযুক্ত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহন করতে নিম্নের গ্রুপে যুক্ত হবার আহ্বান জানিয়েছে সংগঠনটি। https://www.facebook.com/groups/776724442477774/

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!