বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে আজ পালিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই দিনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের কুরবানি ও সকল ভালো কাজ কবুল করেন এবং দুনিয়া ও আখেরাতে তার পুরস্কার দান করেন।’
সাকিব আল হাসান লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে। ঈদ মোবারক।’
তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘চলুন আমরা সবাই ত্যাগের মৌলিক দিকটি বুঝি এবং সকল অহংকার ত্যাগের মাধ্যমে এবারের ঈদ উদযাপন করি। এই ঈদে আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক এই দোয়া করি। ঈদ মোবারক।’
বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম ভিডিও বার্তায় বলেছেন, ‘পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। আশা করছি, এই ঈদটিও আপনারা পরিবারের সঙ্গে আনন্দের সাথে উপভোগ করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।’
করোনার কারণে প্রায় চার মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে ক্রিকেট বন্ধ। তাই ক্রিকেটাররাও এই সময়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। তবে, ঈদের পর দলীয়ভাবে অনুশীলনে ফেরানো হতে পারে ক্রিকেটারদের। কারণ, সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খুলনা গেজেট/এএমআর