খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

ফেসবুকে আপনার ছবি দিয়ে কেউ আ্যাকাউন্ট খুললে যা করা জরুরি

নিজস্ব প্রতিবেদক

স্মার্টফোন ব্যবহৃত দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুবিধার পাশাপাশি অসুবিধাও কম নয়। দুষ্কৃতিকারীরা ভার্স্যুয়াল জগতেও ওৎ পেতে আছে সরলমনাদের ফাঁদে ফেলতে। একজনের ছবি বা পরিচয় ব্যবহার করে অন্য কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা; অন্যতম ফাঁদ।
ফেসবুকে কারো ছবি বা পরিচয় ব্যবহার করে অন্য কেউ অ্যাকাউন্ট খুললে করণীয় কি, সে বিষয়ে একটি নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জনস্বার্থে প্রচার করা একটি নির্দেশনায় বিস্তারিত বলা হয়েছে। খুলনা গেজেট’র পাঠকদের জন্য নির্দেশনাটি তুলে ধরা হল।

কারো ছবি এবং পরিচয় ব্যবহার করে অন্য কেউ সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুললে আসল পরিচয়ধারী ব্যক্তি এবং তার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের উক্ত ফেক একাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে। কোনো ফেক ফেসবুক একাউন্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হলে যা করণীয়-


প্রথমে ফেক আইডিটি ওপেন করতে হবে। তারপর ওই পেজের ম্যাসেজ বক্সের পাশে তিনটি ডট (…) চিহ্নিত আইকনে ক্লিক করে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এ ক্লিক করতে হবে। এরপর প্লিজ সিলেক্ট এ প্রবলেম টু কন্টিনিউ শিরোনামে একটি অপশন আসলে সেখানে বিভিন্ন ক্যটাগরি থেকে প্রিটেন্ডিং টু বি সামওয়ান সিলেক্ট করতে হবে।
ভুক্তভোগী ব্যক্তি নিজে রিপোর্ট করলে হু আর দে প্রিটেন্ডিং টু বি? এই অপশনে মি নির্বাচন করে রিপোর্ট করা সম্পন্ন করতে হবে। ফেসবুক বন্ধুরা রিপোর্ট করলে হু আর দে প্রিটেন্ডিং টু বি? অপশন থেকে এ ফ্রেন্ড অপশনে ক্লিক করলে হুইচ ফ্রেন্ড? এর স্থলে আসল একাউন্টধারী ভুক্তভোগী ফেসবুক বন্ধুর প্রোফাইলটি নির্বাচন করে রিপোর্ট করা সম্পন্ন করতে হবে।

ফেক আইডিটি’র সম্পূর্ণ প্রোফাইল লিঙ্কসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। অথবা সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে সরাসরি অভিযোগ জানানো যাবে। এছাড়াও হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১, ই-মেইল: smmcpc2018@gmail.com. ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/ এ অভিযোগ পাঠানো যাবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!