নগরীর গল্লামারী এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীরা গল্লামারী মোড় অবরোধ করেছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতন্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছাত্ররা অবরোধ শুরু করে। শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের আটকের আশ্বাসে রাত সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। সোনাডাঙ্গা থানার ওসি মোঃ ওয়াহিদুজ্জামান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে শিক্ষার্থীরা দোষীকে আইনের আওতায় না আনা পর্যন্ত অবরোধ চালনোর ঘোষণা দেয় । অবরোধের ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।
অপরদিকে ঘটনার ছবি ও ভিডিও তুলতে গিয়ে বিভিন্ন টেলিভিশনের ক্যামারাপারসনা বিড়ম্বনার শিকার হয়েছেন বলে সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ধারণকৃত ফুটেজ ডিলিট করার বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে শিক্ষার্থীরা বলেন, অনেক সময় প্রশাসন থেকে চাপ আসে। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়ার ভয় থাকে এজন্য এমন আচরণ করা হয়েছে।আমরা গণমাধ্যমের শত্রু নই।
উল্লেখ্য,কিছু দিন আগে জিরো পয়েন্টে এমন একটি ঘটনা ঘটে।