অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজীপুর পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে। এতে জেলার কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার পানিবন্দিদের দুর্ভোগ বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে ও কাজীপুর পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত তিন দিন হলো যমুনার পানি পুনরায় বাড়তে শুরু করেছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হতে শুরু করেছে। নতুন করে পানিবন্দিদের দুর্ভোগ বেড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেছেন, ‘যমুনার পানি এক সপ্তাহ ধরে কমতে থাকার পর গত বুধবার থেকে আবারও বাড়তে শুরু করে। আরও তিন থেকে চার দিন পানি বাড়বে। তবে, এ দফায় বন্যার কোনো আশঙ্কা নেই।’