খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২
খুলনায় পদযাত্রা আজ

ফের নতুন কর্মসূচি দিচ্ছে বিএনপিসহ বিরোধীদলগুলো

গে‌জেট ডেস্ক

সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম কর্মসূচি শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি ও দলটির সঙ্গে যুগপতে যুক্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজধানীর আটটি পয়েন্টে অনুষ্ঠিত পদযাত্রায় মানুষের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব যুগপতে যুক্ত রাজনৈতিক দল ও জোটের। তারা মনে করে, সরকার পতনের বিক্ষোভে নেমেছে মানুষ। এরই প্রতিফলন দেখা গেছে পদযাত্রায়। প্রথম দিনের কর্মসূচি নিয়ে সন্তুষ্ট হলেও পদযাত্রার দ্বিতীয় দিনে (বুধবার) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও বিরোধী দলগুলো।

সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম দফা কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (১৯ জুলাই) । এদিন রাজধানীতে মঙ্গলবারের মতো দিনব্যাপী পদযাত্রা হবে। এতে বিএনপি ও দলটির সঙ্গে যুগপতে যুক্ত দলগুলোও অংশগ্রহণ করবে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাবেন দিনাজপুরে। রাজধানীতে দলের বক্তব্য তুলে ধরবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

—————————————————–

খুলনায় বুধাবার (১৯ জুলাই) পদযাত্রা কর্মসূচি পালন করবে মহানগর ও জেলা বিএনপি। বিকাল ৩টায় বিএনপি কার্যালয় সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রার শুরু করবে বিএনপি। কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সভাপত্বি করবেন মহানগর বিএনপির আহবায়ক এড.শফিকুল আলম মনা। সভায় মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, থানা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছে নেতৃবৃন্দ। 

————————————–

বিএনপি ও বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় বুধবারের পদযাত্রার সমাপনী শেষে নতুন কী কর্মসূচি আসবে, সে সম্পর্কে বিএনপির পক্ষ থেকে বিরোধী দলগুলোকে জানানো হয়নি। তারা অনেকে আশা করছেন, বুধবার সকাল নাগাদ নতুন কর্মসূচি নির্ধারণ করা হবে।

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের একাধিক শীর্ষ পর্যায়ের নেতা জানান, নতুন কর্মসূচি ঢাকাকেন্দ্রিক হবে। গণমিছিল, সমাবেশ, বিক্ষোভের নতুন কর্মসূচি আসতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী  বলেন, ‘২২ জুলাই আমাদের তারুণ্যের সমাবেশের কর্মসূচি আছে। নতুন কর্মসূচিও আসবে।’

এ বিষয়ে এখনও (মঙ্গলবার রাত ৯টা) কোনও আলোচনা হয়নি বলে জানান মাহমুদুর রহমান মান্না।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘আমরা আজ রাতে বা কালকে (বুধবার) সকালে আলোচনা করবো। অবস্থান, গণমিছিল, সমাবেশ প্রভৃতি ধরনের কর্মসূচি আসতে পারে।’

বুধবার পদযাত্রার দ্বিতীয় দিনেও যুগপতে যুক্ত দলগুলো অংশগ্রহণ করবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির পদযাত্রা শুরু হবে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে, উত্তরার আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত। এতে বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বক্তব্য দেবেন।

ঢাকায় গণতন্ত্র মঞ্চ পদযাত্রা শুরু করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, কমলাপুর রেল স্টেশনে গিয়ে শেষ হবে। ১২ দলীয় জোট বিকাল ৪টায় কমলাপুর স্টেডিয়াম থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে, ‘গণফোরাম ও পিপলস পার্টি’ দুপুর ৩টায় মতিঝিলে নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর সামনে থেকে, ‘এলডিপি’ দুপুর ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলীয় অফিসের সামনে থেকে, ‘লেবার পার্টি’ পুরানা পল্টনের কস্তুরি হোটেলের গলি থেকে সকাল ১১টায়, বাংলাদেশ সাধারণ ছাত্র গণঅধিকার সংরক্ষণ পরিষদ বিকাল ৪টায় শাহবাগ থেকে, ‘সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট’ পুরানা পল্টন মোড় থেকে সকাল ১১টায় পদযাত্রা। শুরু করবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!