১৪১ রানের লক্ষ্যে নেমে ইনিংসের পঞ্চম বলে শামীমা সুলতানা ডাক মারলেন। হ্যালি ম্যাথিউসের শিকার হন তিনি। শারমীন আক্তার উইন্ডিজ এই বোলারের কাছে আউট হন ১৭ রানে। ৩০ রানে ২ উইকেট হারানোর পর গত দুই ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হকের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক নিগার সুলতানা। তাদের জুটি ৩০ রানের বেশি হয়নি। দারুণ এক চার মারার পর অ্যাফি ফ্লেচারের বলে স্লগসুইপ করতে যান ফারজানা, কিন্তু বল মিস করেন তিনি। অফস্টাম্পে লাগে আঘাত। ৬৫ বলে ২৩ রানে আউট গত দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা ফারজানা।
এই ফ্লেচার তার পরের ওভারে টানা দুটি উইকেট নেন। রুমানা আহমেদকে কট বিহাইন্ড ও রিতু মনিকে এলবিডব্লিউ করেন তিনি। সালমা খাতুনকে নিয়ে প্রতিরোধ গড়ছিলেন নিগার। ২৫ রান করে তিনি ম্যাথিউসের শিকার। দুই বল পর ফাহিমা খাতুনও ডাক মারেন। ৩২.৪ ওভারে ৭ উইকেটে ৮৫ রান বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে ১৭.২ ওভারে চাই আর ৫৬ রান।
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেতে বাংলাদেশের দরকার ১৪১ রান। এই ম্যাচ জিতলে বিশ্বকাপে টানা দুই জয় পাবে বাংলাদেশ, আর উইন্ডিজের বিপক্ষে প্রথম। এর আগে ১৪ মার্চ পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল নিগার সুলতানার দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান করে উইন্ডিজ নারী ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার ব্যাটার শেমেইন ক্যাম্পবেল।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সালমা খাতুন ও নাহিদা আক্তার। এছাড়া জাহানারা আলম, রোমানা আহমেদ ও রিতু মনি একটি করে উইকেট লাভ করেন।