সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার আলীপুর ইউপির সদ্য বরখাস্তকৃত চেয়ারম্যান আব্দুর রউফকে ফের গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জামিনে বেরিয়ে আসার সময় নাশকতার অপর একটি মামলায় বুধবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি নেতা আবদুর রউফ সাতক্ষীরার সদরের আলীপুর ইউপি চেয়ারম্যান।
৬ মে রাত ৯টার দিকে নাশকতা পরিকল্পনার অভিযোগে আলীপুর সোনালী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ী পুড়িয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগে ১৮ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত একপত্রে তাকে বরখাস্ত করা হয়। ইতিমধ্যে আগের গ্রেপ্তার হওয়া মামলায় তিনি জামিন পান। সেই জামিনে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে বেরিয়ে আসার পর কারাগারের সামনে থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিগঞ্জ থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এসজেড