খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

ফের খালে পড়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

গেজেট ডেস্ক

চট্টগ্রামে এবার খালে পড়ে আজিজুল হাকিম ইমন (২০) নামে এক কলেজছাত্র মারা গেছেন। সোমবার (২৭ মে) বিকেল ৪টার দিকে নগরীর আসাদগঞ্জ কলাবাগিচা খাল থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমন নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকার কাজী মোহাম্মদ ইকবালের ছেলে। তিনি নগরের সদরঘাট ইসলামিয়া কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, নিহত ইমনকে উদ্ধারের পর তার পরিচয় পাওয়া যাচ্ছিলো না। ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহতের ছোট ভাই রেজাউল হাকিম।

রেজাউল হাকিম বলেন, ফেসবুকে ভাইয়ের ছবি দেখে এলাকার লোকজন আমাদের খবর দেন। আমি নিজেও পরে ফেসবুকে দেখি। এরপর হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেছি। কীভাবে কী হলো কিছুই বুঝতেছি না।

তিনি বলেন, সোমবার জোহরের নামাজ পড়তে বাসা থেকে বের হন ইমন। এরপর আর বাসায় ফেরেননি। বাসায় না ফেরায় খোঁজাখুজি করেছি। কিন্তু পাইনি। বাসা থেকে এতদূরে কীভাবে গেল বুঝতেছি না।

খাল থেকে মরদেহ উদ্ধারের সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, চার যুবক খালে ডুব মেরে পানিতে ডুবে থাকা এক যুবককে তুলে টেনে খালের কিনারে নিয়ে যান। পাড়ে থাকা লোকজনের সহায়তায় ওই যুবককে খাল থেকে তুলে আনা হয়।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর জাগো নিউজকে জানান, সোমবার বিকেলে খালে প্রচণ্ড স্রোত ছিল। এসময় এক যুবককে খালে পড়ে যেতে দেখেন স্থানীয়রা। তারা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওই যুবক কীভাবে খালে পড়লেন তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!