খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
আমাদের ভাবনার জগতে কত যে অন্ত:স্বারশূন্যতা ...

ফেব্রুয়ারি ২৯ দিনটি ছিল রসিকতা আনন্দে আর রাতখানি বিভীষিকাময় !

মো: তা‌রিকুল ইসলাম

দিন‌টি ছিল ২৯ ফেব্রুয়ারি, লীপইয়ার …. ৪ বছর পর এরকম একটি বছর আসে যাহা ৩৬৬ দিনের হয় এবং সেই বছরে ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হয় !

ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে বা আড্ডা আলোচনায় ঘুরিয়া ফিরিয়া ২৯ তারিখের বিষয়টি মজার উপাদান হিসেবে আবর্তিত হইয়াছে ….. এরকম দিনে কেউ জম্মগ্রহণ করিলে কিংবা বিবাহ করিলে বা কোন স্মৃতিবহ ঘটনার অবতারণা হইলে তাহা আগামী ৩ বছরে আর সেলিব্রেট করা যাইবে না, কিংবা প্রতিবার অনুষ্ঠান করা বা খাওয়াদাওয়ার আয়োজন অথবা গিফট/উপহার প্রদান/ উইস করিবার আবশ্যকতা বা ঝামেলা থাকিবে না, এইরকম কত কী বাহারি আলোচনা রসিকতা ….

এইগুলি তেমন কিছু দোষেরও নয়, রসিক বাঙ্গালীর রসের আয়োজনে চাঞ্চল্য সৃষ্টি করিতে ফেব্রুয়ারির ২৯ তারিখটি সারাদিন আনন্দময়ই ছিল…..

কিন্তু !

রাতে রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে যে ভয়াবহ ও মর্মান্তিক অগ্নিদুর্ঘটনা …… এখন পর্যন্ত আগুনে পুড়ে ৪৬ জনের প্রাণহানি অর্ধশতাধিক অগ্নিদগ্ধ, মৃত্যুর মিছিলে আরও কিছু সংখ্যা সংযুক্ত হইতে ইহা নিশ্চিত ….. আহারে …. যাহাদের ঘনিষ্ঠজন হারাইয়াছে তাহাদের কথা ভাবিতে গেলে গা শিউরে ওঠে ….. কীভাবে সহ্য করিবে এই স্বজন হারানোর বেদনা নিকটজনেরা….. একমাত্র বিধাতাই জানেন !
এই নিকটজনেরা শুধু আগামী ৩ বছর নয় তাহাদের চাওয়া তো এমনই ফেব্রুয়ারি ২৯ আর কখনোই যেন না আসে !

ধর্ম বর্ণ নির্বিশেষে নিহত সকলের আত্মার শান্তি কামনা করি !

মুসলিম নরনারী যাহারা মৃত্যুবরণ করিয়াছেন তাহাদের আল্লাহ শহী‌দি মর্যাদা দান করুন এবং জান্নাতবাসী করুন !

দ্রষ্টব্য : যে কোন ঘটনা/দুর্ঘটনা হইতে আমরা যেন প্রকৃত শিক্ষা গ্রহণ করি ….. মহান সৃষ্টিকর্তার আনুগত্য করি, পাপাচার হইতে দুরে থাকি …. (‌ফেসবুক ওয়াল থে‌কে)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!