আগামী নভেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) স্থগিত করেছে যুব এশিয়া কাপ। আগামী বছর সুবিধাজনক সময়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হবে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই স্থগিত হলেও আগামী বছরের শুরুতেই মাঠে নামবে যুবারা। ফেব্রুয়ারিতে আফগানিস্তানের সঙ্গে আছে ওয়ানডে সিরিজ।
আফগানদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার মোহাম্মদ কাউসার নিশ্চিত করেছেন বিষয়টি, ‘আমরা ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলবো। তারা আমাদের আতিথেয়তা দেবে। করোনার এই মুহূর্তে ঘরের মাঠে সিরিজ আয়োজনের সুযোগ দেখছি না।’
এশিয়া কাপ স্থগিত হলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প চলবে। বিকেএসপিতে প্রধান কোচ নাভিদ নেওয়াজের অধীনে যুবারা তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। চলতি মাসের শেষ সপ্তাহে গিয়ে ক্যাম্প শেষ হবে। এরপর কিছুদিন ছুটি পাবেন ক্রিকেটাররা। ফের নভেম্বরের শেষ সপ্তাহে পুনরায় ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।
খুলনা গেজেট/এএমআর