ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল বেলা একটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফেনী সদর হাসপাতালে নেন। হাসসপাতালে নেওয়ার পথে দুই জন মারা যান। আর হাসপাতালে পৌছানোর পরে আরও দু’জনের মৃত্যু হয়।
প্রাথমিক ভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।