যশোরের ঝিকরগাছার উপজেলার ফুলের রাজধানী খ্যাত গদখালীতে ঝটিকা সফর করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এখানে উৎপাদিত ফুল বিদেশে রপ্তানিসহ গদখালীতে একটি ফুল গবেষণা কেন্দ্র স্থাপন করা নিয়ে স্থানীয় ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে তিনি আলোচনা করেন।
এসময় মন্ত্রী বলেন, গদখালীর উৎপাদিত ফুল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। এ কারণে সরকার গদখালীর ফুলের রাজ্যকে প্রাধান্য দিচ্ছে। ফুলচাষীদের উন্নয়নে এখানে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) ডা. নাসির উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, ঝিকরগাছা উপজেলার নিবার্হী কর্মকর্তা মাহবুবুল হক, কলারোয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারি কমিশনার ভূমি (ঝিকরগাছা) কাজী নাজির হাসান, গদখালী ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম ও ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত প্রমুখ।
খুলনা গেজেট/এনএম