নগরীর ফুলবাড়ীগেট মাইলপোষ্ট এলাকায় খুলনা-যশোর মহাসড়কটির বেহাল দশা এতে করে চরম ভোগান্তিতে পড়ছে চলাচলরত হাজার হাজার মানুষ ও সকল প্রকার যানবাহন বৃষ্টির পানি জমে কার্পেটিং ওঠে সৃষ্টি হয়েছে খানাখন্দে, একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে, জমে থাকা পানিতে গাড়ি চালকরা গাড়ি নামিয়ে দিলে ঘটছে দুর্ঘটনা।
রবিবার দৌলতপুর বাজার থেকে গিলাতলা এলাকার মুদি দোকানি আজাদ শেখ দোকানের মাল ক্রয় করে ভ্যান গাড়িতে করে নিয়ে আসছিলেন এসময় ভ্যান ড্যাইভার না বুঝে গর্তের ভিতরে চাকা নামিয়ে দিলে ভ্যান পল্টি খেয়ে ভ্যানে থানা সকল মালামাল নষ্ট হয়ে যায়। ভ্যানচালক ইদ্রিস আলি ও মুদি দোকানি আজাদ আহত হয়।
স্থানীয় বাসিন্দা কাইয়ুম মোল্লা বলেন, ‘প্রতিদিন এখানে দৃর্ঘটনা ঘটছে। সম্প্রতি পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হবার পর সড়ক ও জনপথের লোকেরা এসে কিছু ইট/বালু দিয়ে কাজ করে চলে যায় । পরবর্তিতে রাস্তার অবস্থা একই রকম হয়ে যায় । স্থানীয় ওয়ার্ড কমিশনার শেখ আঃ রাজ্জাক জানান সড়কটি চলাচলের জন্য মোটামুটি কাজ করা হয়েছে ।
তিনি আরো বলেন, ‘কেসিসি মেয়র মহোদয় ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বর্ষা মৌসুম শেষ হলে নগরির সকল ভাঙ্গাচোরা সড়কের কাজ পুনরায় শুরু করা হবে।’
খুলনা গেজেট/এনএম