খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ফুলতলায় লকডাউনে ৩ প্রতিষ্ঠানকে দন্ড

ফুলতলা প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে খুলনা জেলা প্রশাসন ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিন ফুলতলায় উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী ও ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে লকডাউন যথাযথ কার্যকর করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টায় ফুলতলার বাজারে দোকান খুলে রাখায় জননী ট্রেডার্স এর মালিক আঃ কাউয়ুমকে ৫ হাজার, নিউ সিরাজ ওয়াচ এন্ড ইলেকট্রনিক্স এর বিল্লাল মল্লিককে ২ হাজার ও মাস্ক ব্যবহার না করায় এক ব্যাক্তিকে ১শ’ টাকা এবং এর পূর্বে সকালে শিরোমনি বাজারের এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।

এদিকে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৩ ব্যক্তির নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজেটিভ বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!