খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

ফুলতলায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে বোরো ধান, ভ‚ট্টা, সরিষা, সূর্যমুখী ও গ্রীষ্মকালীন চাষে সহায়তা প্রদানের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইনবে আমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রনজিত কুমার, রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমাইয়া খাতুন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল, কৃষি সম্প্রসারণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা চামেলী মল্লিক, শিখা মল্লিক, মহাসিন আলী, এহসান উদ্দিন, কৃষক তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বিনামূল্যে বোরো চাষী ১৩০ জন, ভূট্টা চাষী ৩০জন, সরিষা ২০ জন, সূর্যমুখী ২০ জন, মুগ ১০ জনসহ মোট ২১০ জন কৃষককে চার ও বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!