খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
সংবাদ সম্মেলন

ফুলতলায় গ্রাহকের ১৩ লাখ নিয়ে পালিয়েছে দুই প্রতিষ্ঠান

ফুলতলা প্রতিনিধি

জেলার ফুলতলা উপজেলায় গ্রাহকদের প্রায় সাড়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে দুটি প্রতিষ্ঠান। এগুলো হল সন্ধ্যানী লাইফ ইস্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং রিকো নামের প্রতিষ্ঠান।

এদিকে এ ঘটনায় ১৩জন গ্রাহক তাদের পাওনা ফেরতের দাবিতে প্রেসক্লাব ফুলতলায় গতকাল ৮ আগষ্ট বিকালে এক সাংবাদিক সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফুলতলার পয়গ্রাম কসবার খানজাহানপুর গ্রামের বাসিন্দা মৃতঃ তরফদার বাবর আলীর কন্যা ও সাবেক ইউপি সদস্য মোসাঃ নাহিদা সুলতানা শান্তা  এবং ফুলতলার আটরা ডাক্তারবাড়ি এলাকার মোঃ কামরুজ্জামান ফিরোজ সাধারণ গ্রাহকদের নিকট থেকে সন্ধ্যানী লাইফ ইস্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং রিকো নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা করে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাত করেছেন।

২০১১ সাল থেকে ১০ বছর মেয়াদি ডিপিএস সঞ্জয় প্রকল্প বীমার কিস্তির টাকা রশিদের মাধ্যমে জালিয়াতি করে নিয়মিত গ্রহণ করে। তারিখ অনুযায়ী গ্রাহকরা তাদের টাকা জমা রশিদের মাধ্যমে জমা দিতে থাকে। এক পর্যায়ে তাদের মেয়াদ শেষ হওয়ার পর অফিসে যোগাযোগ করলে দেখা যায় ভূয়া রশিদের মাধ্যমে টাকা জমা দিয়ে আত্মসাত করেছেন।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!