খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

ফুলতলায় ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করলেন খুলনার পুলিশ সুপার

ফুলতলা প্রতিনিধি

খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেছেন, মাদকের করাল গ্রাস ও সামাজিক যোগাযোগের অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। সন্তানদেরকে স্কুল-কলেজে পাঠিয়ে অভিভাবকের দায়িত্ব শেষ নয়, বরং তাদের বিচরণের বিষয়টি খেয়াল রাখতে হবে। সন্তান মানুষ না হওয়াটাই অভিভাবক ও সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।

শনিবার(১৯ ফেব্রুয়ারি) বেলা দেড় টায় খুলনার ফুলতলা উপজেলা ডাবুর মাঠে অনুষ্ঠিত রাজীব ভুঁইয়া ফাউন্ডেশন আয়োজিত এবং আইয়ান জুট মিলস লিমিটেড এর সহযোগিতায় ১৬ দলীয় আইয়ান টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রাজীব ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপ অব ইন্ড্রাট্রিজ এর পরিচালক মোহাম্মাদ জহিরউদ্দিন রাজিব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।

স্বাগত বক্তৃতা করেন আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ভুঁইয়া সিআইপি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুঁইয়া, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, শিল্পপতি হাসান ইমামুল হক ভুঁইয়া, মোর্শারফ হোসেন মোড়ল, কামরুজ্জামান নান্নু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, সনজিত বসু, ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, আঃ সাত্তার মামুন, শেখ আঃ রশিদ, তারেক হাসান নাইচ, সাহিদুল ইসলাম মোল্যা, রবিউল ইসলাম মোল্যা প্রমুখ।

উদ্বোধনী খেলায় আইকন টাইগার্স ৪ ইউকেটে জয়ী হয়। আইকন টাইগার্স টসে জিতে ইসলামী ব্যাংক খুলনা জোনকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ১৬ ওভার ৩ বলে সবকটি ইউকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে আইকন টাইগার্স ১২ ওভার ২ বল খেলে জয়ের বন্দরে নোঙর করে।

বিজয়ী দলের সাকিব অপরাজিত ৫৮ রান করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে মিলের মহাব্যবস্থাপক মোর্শেদ আহমেদ ও উপ-মহাব্যবস্থাপক অনুপম মিত্র উভয় দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!