ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী হাজেরা আক্তার ঐশী (১৫) করোনার উপসর্গ নিয়ে শুক্রবার (২৫ জুন) বিকালে মারা গেছে। সে ফুলতলার উত্তর আলকা গ্রামের বাসিন্দা আঃ গফ্ফারের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, ঐশী গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের পরামর্শে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিল। বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সকালে শ্বাসকষ্ট আরও বেড়ে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে আইসিইউ বা কোন সীট না পাওয়ায় খুলনার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
বাদ মাগরিব ফুলতলা এমএম কলেজ জামে মসজিদ চত্বরে ঐশীর জানাযার নামাজ সম্পন্ন হয়।
এদিকে বৃহস্পতিবার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার তথ্য জানিয়েছে।
খুলনা গেজেট/ এস আই