খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

ফুলতলায় ইব্রাহিম হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

খুলনার ফুলতলায় ইব্রাহিম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডা‌দেশ দিয়েছেন আদালত। একই সাথে দন্ডপ্রাপ্ত তিন আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় খালাস দেয়া হয়েছে অন্যতিন আসামিকে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মো. পারভেজ, কামাল হোসেন ও আরিফুর ইসলাম দিপু। এদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক। আর, খালাসপ্রাপ্তরা হলেন, সোহেল বিশ্বাস, মাসুদুর রহমান, জুবায়ের হাসান বনি।

২০১৬ সালে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা ইব্রাহীম বিশ্বাসকে ফাঁস লাগিয়ে হত্যা করে ফুলতলা কারিকরপাড়ার বাইতুর রহমত জামে মসজিদের সেফটি ট্যাঙ্কে ফেলে রাখে। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের বাবা ইসমাইল বিশ্বাস বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে। এই মামলার তদন্ত কর্মকর্তা এস আই বজলুর রহমান বিশ্বাস ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!