খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

ফুলতলায় অসুস্থদের চেক হস্তান্তর করলেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি

ফুলতলা প্রতিনিধি

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, মানবতার সেবাই পরম ধর্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার সেবায় সর্বদা সচেষ্ট। তিনি অসহায় ও অসুস্থদের আর্থিক সাহায্য প্রদান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও বলেছেন, বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে যে উন্নয়ন করেছে তা নজীরবিহীন। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান।

বৃহস্পতিবার (২২ জুন) বিকাল ৫ টায় ফুলতলা উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, আওয়ামী লীগ নেতা মোল্যা হেদায়েত হোসেন লিটু, শাহিদা ইসলাম নয়ন, ইউপি সদস্য আঃ ছাত্তার মামুন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি ৩৭ জন অসহায়, দুঃস্থ ও অসুস্থ ব্যক্তির মাঝে ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!