খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

ফুলতলায় আকরাম, তেরখাদায় হাসান ও দিঘলিয়ায় মারুফুল চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

খুলনার ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে শেখ আকরাম হোসেন পুনরায় ও তেরখাদা উপজেলায় আবুল হাসান শেখ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফুলতলায় শেখ আকরাম পেয়েছেন ২১ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বনন্দ্বী মো: সাব্বির হোসেন পেয়েছেন ১৬ হাজার ৮৪ ভোট। ভাইস চেয়ারম্যান হয়েছেন শেখ ইকবাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ফারজানা ফেরদৌস।

অপরদিকে তেরখাদায় আবুল হাসান ২৮ হাজার ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ২২ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন। উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম ওবায়দুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।

অপরদিকে দিঘলিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অসমর্থিত সূত্র জানিয়েছে, শেখ মারুফুল ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৪২৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন মল্লিক পেয়েছেন  ১৬ হাজার ২৭৩ ভোট।

দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী রেজা বাচা। তিনি চশমা প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ২৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আসাদুজ্জামান তালা প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৮২১।

দ্বিতীয় ধাপে  মঙ্গলবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় নিরূত্তাপ ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই ছিল বেশি। কোনো কেন্দ্রেই ভোটারের লম্বা লাইন চোখে পড়েনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!